ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এমন দাবি করেন তিনি।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টা ৫৩ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান তিনি।
পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল মোদির দেয়া পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এরবেশি কিছু নয়।’
এর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এমনটা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই পোস্টে তিনি ঐতিহাসিক জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।