ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা সাবেক সংসদ সদস্য বেগম তাহুরা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুক পোস্টে এই সংবাদটি জানিয়েছেন শাওন নিজেই।
পোস্টে তিনি লেখেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই শোক সহ্য করার তৌফিক ও ধৈর্য আমাদের সবাইকে দান করেন।’
অভিনেত্রী জানান, ‘মরহুমার নামাজে জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে।
একটি হলো- আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং অন্যটি মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।’
শাওন তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে লেখেন, ‘দয়া করে তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।’
প্রসঙ্গত, বেগম তাহুরা ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় সংসদ সদস্য (জামালপুর, শেরপুর) হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংসদ সদস্য (ফেনী) ছিলেন তিনি।
শাওনের মায়ের জন্ম ফেনীতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতাও করেছেন। এছাড়া সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন তিনি।
এদিকে অভিনেত্রী শাওন দেশের একজন বহুমুখী প্রতিভাধর শিল্পী। তিনি একাধারে একজন গায়িকা, নির্মাতা, লেখক ও অভিনেত্রী। আবার প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক পরিচিত।