বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ এই জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে। আগামী নির্বাচনে অংশ নেয়ার আগে প্রমাণ করতে হবে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা।
জান বাঁচানোর জন্য ১৯৭১ সালে সাত কোটি বাঙালিকে পাক হানাদার বাহিনীর বন্দুকের মুখে রেখে পালিয়েছিলেন তাদের নেতা। ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে তারা পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। নিজেদের ফ্যাসিবাদী আচরণ প্রকাশের পর একাত্তরের মতো আবারও দেশ ছেড়ে পালিয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, আওয়ামী লীগ ১৫ বছর গুম-খুন করেছে, অত্যাচার করেছে। বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে আবারও প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ টেকে না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ এই জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে। আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে তাদের প্রমাণ করতে হবে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা।
বিনিউজ/এলএ