ভোলায় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
আটকরা হলেন- রাসেল (৪৪), পাভেল বিশ্বান (৪৮), গৌতম বনিক (৪৫), লিটন (৫২), মাহবুব (৩০) ও পারুল বেগম (৪০) সবাই ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা।
রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে দিনভর পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে সদরের রতনপুর গ্রামের নজির মেম্বার ও সিকান্দার মেম্বার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, হাতবোমা, দেশীয় অস্ত্র ও গাঁজাসহ ওই ৬ জনকে আটক করা হয়।