মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযানে ৪০০ বাংলাদেশি আটক

ছবি:সংগৃহীত ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় রাতের আঁধারে চালানো এই অভিযানে মোট ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসী আটক হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪০০ জনই বাংলাদেশি নাগরিক।

মালয়েশিয়ার জনপ্রিয় ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইট টাইমস জানায়, বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বুকিত বিনতাং এলাকায় “অপস বেলাঞ্জা” নামে বিশেষ এই অভিযান চালানো হয়। রাতের মাত্র দুই ঘণ্টার অভিযানে পুরো এলাকাটিকে ঘিরে ফেলে কর্মকর্তারা। বিনোদনকেন্দ্র ও পর্যটকে ভরা সড়কগুলো লকডাউন করে প্রতিটি প্রবেশ ও প্রস্থানপথ বন্ধ করে দেওয়া হয়। এরপর শুরু হয় নথি পরীক্ষা ও অভিযুক্তদের খোঁজ।

অভিযান চলাকালে অনেক অভিবাসী টেবিলের নিচে লুকানো, দোকানের ভেতরে আশ্রয় নেওয়া কিংবা ছাদে উঠে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন। কর্মকর্তারা মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করেন। এর মধ্যে ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি আর ৮৪৫ জন স্থানীয়।

অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান জানান, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৩৯৬ জন—এর মধ্যে ৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন (১৭ জন পুরুষ ও ২ জন নারী) এবং অন্যান্য দেশের আরও ৯ জন নাগরিক আটক হয়েছেন।

তিনি বলেন, আটক হওয়া অভিবাসীদের বেশিরভাগের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, বৈধ পরিচয়পত্র নেই বা অনুমতি ছাড়া কাজ করছিলেন। মূলত দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তি পেতে তারা মালয়েশিয়ায় এসে নির্মাণকাজ, বাগান ও ঝুঁকিপূর্ণ অন্যান্য খাতে কাজ করেন, যেসব কাজে স্থানীয়রা সাধারণত আগ্রহী নন।

বাসরি ওসমান আরও জানান, বুকিত বিনতাং এলাকায় অনিবন্ধিত অভিবাসীদের অবস্থান নিয়ে বহু অভিযোগ পাওয়া যাচ্ছিল। এজন্য তিন সপ্তাহ পর্যবেক্ষণের পর এই অভিযান চালানো হয়। এলাকাটি দীর্ঘদিন ধরেই অনিবন্ধিত শ্রমিকদের জন্য হটস্পট হিসেবে পরিচিত। নাইটলাইফ ও শহরের কেন্দ্রস্থলে অবস্থান করায় এখানে বিদেশিদের আনাগোনা বেশি।

অভিযানে কর্মকর্তারা একটি গোপন জুয়ার আসরও খুঁজে পান। সেখানে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে অনলাইন জুয়া খেলছিলেন কয়েকজন বিদেশি, তাদেরও আটক করা হয়েছে। এছাড়া দেখা গেছে, কিছু দোকানপাট বিদেশিদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, যা অভিবাসীদের একত্রিত হওয়ার জায়গায় পরিণত হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন : হাসনাত আব্দুল্লাহ

জকসুর ভোট গণনা স্থগিত

পিএসএলে খেলবেন মুস্তাফিজুর রহমান

শামা ওবায়েদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আ. লীগের ৪ নেতা বিএনপিতে

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব

আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক

আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

যে ভীতির কারণে শাকিব খানের সিনেমার অডিশন দিতে যাননি তিশা

শীতে ত্বক চুলকায় কেন, সমাধান জানালেন চিকিৎসক

১০

পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ

১১

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, ভোট গণনা শুরু

১২