লামায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভােটের ফলাফল জালিয়াতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউপি নির্বাচনে (৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডে)ভােটের ফলাফল জালিয়াতির প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটে লামা রিপোটার্স ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শিরিন আক্তার জানান,লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১এ সংরিক্ষিত আসন-০২(৪,৫,৬)এর রেমং মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটের ফলাফল জালিয়াতি,ভােট পুনঃগণনার দাবীতে সংশ্লিষ্ট সকলকে আপনাদের মাধ্যমে অবহিত করছি। আজ অত্যন্ত দুখঃজনক একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এবং

আপনাদের মাধ্যমে জনগণ ও প্রশাসনের কাছে একটি বিষয় উপস্থাপন করছি। গত ১১ নভেম্বর-২০২১ গজালিয়া

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমি গজালিয়া ইউনিয়নের (৪,৫ ও ৬ নং ওয়ার্ড)

এর সংরক্ষিত ০২ আসনের সদস্য পদে বই প্রতীক নিয়ে নির্বাচন করেছি। নির্বাচনের দিন ভােট গণনার পর আমার এজেন্টদের কাছে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারগণ ভােট গণনার ফলাফলের কপি হস্তান্তর করেছেন। প্রিজাইডিং অফিসারদের প্রদত্ত ফলাফল সীট অনুযায়ী আমি বই প্রতীকে ৪নং ওয়ার্ডের গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৪ (চুরাশি) ভােট, ৫নং ওয়ার্ডের গজালিয়া মােহাম্মদ পাড়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে ৩৮৫ (তিনশত

পঁচাশি) ছােট এবং ৬নং ওয়ার্ডের রেমং মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৫ (পঞ্চান্ন) ভােট সহ সর্বমােট- ৩ ওয়ার্ডে ৫২৪ (পাঁচশত চব্বিশ) ভােট প্রাপ্ত হই। প্রিজাইডিং অফিসার কর্তৃক প্রদত্ত ফলাফল সীট আমার কাছে সংরক্ষিত আছে।

গজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আচিং মার্মা সূর্যমূখী ফুল প্রতীক নিয়ে ৪নং

ওয়ার্ডের গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪২ (দুইশত বিয়াল্লিশ) ভােট, ৫নং ওয়ার্ডের গজালিয়া মােহাম্মদ পাড়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে ৪৯ (উনপঞ্চাশ) ভােট এবং ৬নং ওয়ার্ডের রেমং মেম্বার পাড়া সরকারি

প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২০ (দুইশত বিশ) ভােট সহ সর্বমােট- ৩ ওয়ার্ডে ৫১১ (পাঁচশত এগার) ভােট প্রাপ্ত হয়েছে। প্রিজাইডিং অফিসার মােহাম্মদ নাজেম উদ্দিন প্রদত্ত ভােটের ফলাফল সীট আমার কাছে সংরক্ষিত আছে।

 অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের জানাচ্ছি গজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের  সংরক্ষিত আসনের সদস্য পদে নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার কর্তৃক সরবরাহকৃত গণনার ফলাফলের একীভূত বিবরণীতে ৬নং ওয়ার্ডের রেমং মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভােট গণনার ফলাফল যথাযথভাবে লিপিবদ্ধ না করে ফলাফল জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একীভূত করণ ফলাফলে তিনি মনগড়া গণনার ফলাফল লিপিবদ্ধ করে ২নং সংরক্ষিত ওয়ার্ডে কাউকে বেসরকারিভাবে নির্বাচিত

ঘােষণা না করে ভােটের ফলাফল সমান সমান উল্লেখ করেছেন।

 

শিরিন আক্তার বলেন, তিন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফল মতে আমি ৫২৪ ভোট পেয়েছি আর আমার নিকটতম সূর্যমুখী ফুল প্রতীকের প্রার্থী আচিং মার্মা পেয়েছে ৫১১ ভোট। আমি ১৩ ভোটে নির্বাচিত হয়েছি। অথচ উপজেলা নির্বাচন অফিস রাতে আমাদের দুইজনকে ড্র ঘোষণা করে ফলাফল ঘোষণা করে। 

 

এই মুহুর্তে আমি নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক সহ প্রশাসনের সংশ্লিষ্ট সকলের কাছে

রেমং মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাপ্ত ভােট গুলাে পুনঃ গণনার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে বিনীত অনুরােধ করছি। 

 

এবিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার ড.ইসহাক আলী জানান,পিজাইডিং অফিসার আমাকে যেভাবে ফলাফল দিয়েছেন আমি সে অনুযায়ি ফলাফল ঘোষনা করেছি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২