চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

ছবি:সংগৃহীত ।

চট্টগ্রামের রাউজান দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আলমগীর (৫৫) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার পশ্চিম রাউজানের কায়কোবাদ আহম্মদ জামে মসজিদের সামনে রশিদর পাড়া সড়কের পাশে তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আলমগীর রাউজান রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকার সিদ্দিক চৌধুরী বাড়ির আবদুস সাত্তারের ছেলে। এই ঘটনায় একই এলাকার কালু সওদাগরের ছেলে রিয়াদ (২২) গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী লাভলী আকতার বলেন, ‘আমরা আমার আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক সংযুক্ত অভ্যন্তরীণ সড়কে একদল অস্ত্রধারী মোটরসাইকেল যোগে এসে গুলি করে পালিয়ে যায়।’

নিহতের ছেলে মোহাম্মাদ আরফাত বলেন, ‘আত্মীয় বাড়ি থেকে বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ে সংঘবদ্ধ অস্ত্রধারীরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।সিএনজিতে ছিলাম, বাবা তার বাইকে ছিলেন। অন্তত ২০-৩০জন অস্ত্রধারীরা বাইকে করে এসে আব্বুকে লক্ষ্য করে গুলি করেছিল। গুলির শব্দ শুনে আমি পালিয়ে যায়। আমি প্রাণে রক্ষা পেলেও বাবা বেঁচে নেই। আমি কয়েকজনকে চিনতে পেরেছি। পুলিশকে বলেছি।’

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান বলেন, ‘ঘাড়েসহ নিহতের শরীরের বিভিন্ন অংশে পাঁচটি গুলির চিহ্ন ছিল। ঘটনাস্থলে মৃত্যু হলেও পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। গুরুতর আহত আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ

যশোরে বিএনপি নেতা হত্যা: খুনিদের পালানো রুখতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সতর্কতা

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা

সচিব হলেন ৩ কর্মকর্তা

দেশু জুটির ফেরা নিয়ে মুখ খুললেন শুভশ্রী

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ২৭৩

বাড়ল এলপিজির দাম

ভারতে বিশ্বকাপ দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কায় বিসিবি

কাওরানবাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

১০

বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ, বাদ পড়লেন যারা

১১

ব্রুকলিনের ‘কুখ্যাত’ কারাগারে প্রেসিডেন্ট মাদুরো

১২