জনগণ চাইলে আমরা ক্ষমতায় আসবো- অনিন্দ্য ইসলাম অমিত

চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত — “জনগণ চাইলে আমরা ক্ষমতায় আসবো, দিনের ভোট রাতে করবো না”

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত বিএনপির নির্বাচনী সমাবেশে দলটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “আমরা কৃষকদের উন্নয়নে যে অঙ্গীকার করেছি, ক্ষমতায় এলে তা অক্ষরে অক্ষরে পালন করবো। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামে বিএনপি টিকে আছে। আমাদের প্রায় ৭০০ নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমরা দিনের ভোট রাতে করবো না, জনগণ যদি আমাদের চায় তাহলে আমরা ক্ষমতায় আসবো।”

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় দামুড়হুদা উপজেলার লোকনাথপুর হেলিপ্যাড মাঠে বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “ঘরে ঘরে স্বাস্থ্যকর্মী পৌঁছে দিয়ে একটি স্বাস্থ্যসচেতন জাতি গড়ে তুলতে চাই। ইতিবাচক রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। বিএনপির ঘোষিত ৩১ দফায় দেশের সব শ্রেণীর মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা হবে।”

অনিন্দ্য ইসলাম অমিত চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবুকে ‘সৎ, মেধাবী ও উচ্চশিক্ষিত’ উল্লেখ করে বলেন,

“আগামী জাতীয় নির্বাচনে মা-বোন, তরুণ-তরুণী, সকল ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করবেন ইনশাআল্লাহ। গত ১৬ বছর আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র ও জনগণের অধিকারের লড়াই করে আসছি। এ সংগ্রামে চুয়াডাঙ্গার মানুষ বারবার তাদের দৃঢ় অবস্থান দেখিয়েছে।”

তিনি উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “চুয়াডাঙ্গা হবে পরিবর্তনের সূতিকাগার। মানুষ ভোটের মাধ্যমে তাদের প্রাপ্য অধিকার আদায় করবে।”

WhatsApp Image 2025-12-10 at 21.54.45_acb9cbd4-min

সমাবেশের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাতসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া দামুড়হুদা ও জীবননগর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

নির্বাচনী মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ : তারেক রহমান

হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল

ভোলায় জামায়াত-বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১০জন আহত

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

শাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ঘোষণা

হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল

হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি সাদিক কায়েমের

১১

আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিরাপত্তা জোরদারে আইজিপিকে সুপ্রিম কোর্টের চিঠি

১২