সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় সাইফুল ইসলাম নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব–স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী চান্দাইকোনা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এবং ঢাকা থেকে বগুড়ামুখী যানবাহন হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১১ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত সাইফুল ইসলাম রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকচাপায় প্রাণ হারান সাইফুল ইসলাম। দুর্ঘটনায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয়রা। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন এবং ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনে ভাঙচুর চালান।
এলাকাবাসীর দাবি, একই স্থানে সড়ক দুর্ঘটনায় গত তিন মাসে ১০ জন প্রাণ হারিয়েছেন। পল্লী বিদ্যুৎ অফিস জায়গা না ছাড়ায় ফোর-লেন সড়কের কাজ আটকে আছে, ফলে ওই অংশে এখনও ওয়ানওয়েতে চলাচল করছে যানবাহন। দীর্ঘদিন ধরে দ্রুত ফোর-লেনের কাজ সম্পন্নের দাবিতে বাসিন্দারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি করে আসলেও কোনো সমাধান না পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রায়গঞ্জ ইউএনও মো. হুমায়ূন কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন এবং তাদেরকে আশ্বস্ত করেন।