টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

সংগৃহিত ছবি।

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হযেছে। জেলার মধুপুরে ইমাম-মোয়াজ্জিন ও দেলদুয়ারে এক শিশুসহ দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। 

জানা যায়, মধুপুরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইমাম-মোয়াজ্জিন দুইজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের কারণে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং পিকআপটি সড়কের পাশে উল্টে যায়।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চুয়ালিপাড়া গ্রামের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান শিরাজী (১৮)। তারা দুইজন বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাদ দিয়ে জানা গেছে, ভোরে মসজিদে আযান দেওয়ার জন্য মাদ্রাসা থেকে তারা মোটরসাইকেলযোগে মসজিদের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মোয়াজ্জিন ও ইমাম গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, সংঘর্ষের পর তাদের গুরুতর আহতবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পিকআপটি জব্দ করা হয়েছে, তবে চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে দেলদুয়ার উপজেলার পাথরাইলে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় সুশান্ত ঘোষ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত নয়টার দিকে দেলদুয়ার থেকে পিতাপুত্র ভ্যান ঠেলে বাড়ি ফিরছিলেন। এমন সময় পাথরাইল পৌঁছালে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় সুশান্ত ঘোষ ঘটনাস্থলেই মারা যায়। এসময় গুরুতর আহত হন সুশান্ত ঘোষের পিতা ধনঞ্জয় ঘোষ। ধনঞ্জয় ঘোষ টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বাড়ি পাথরাইল গ্রামে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২