সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে পর্যবেক্ষণে বলেছেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে গ্রহণ করেছে। ফলে এ বিষয়ে আর কোনো বিতর্ক থাকার সুযোগ নেই
এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
তবে রিটকারী আইনজীবী এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।