প্রথম বর্ষে বৈধ সিট পেলেন ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্ররা

ঢাবির বিজয় একাত্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এই প্রথমবার ভর্তি হওয়ার কিছুদিন পরেই বৈধ সিট বরাদ্দ পেয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

গত বৃহস্পতিবার রাতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক স ম আলী রেজা স্বাক্ষরিত নোটিশে সিট বরাদ্দকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ২২৭ জনকে আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

সিট বরাদ্দের অনুভূতি জানতে চাইলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র জিন্নাহ মণ্ডল বলেন, একটা সিটের জন্য গেস্টরুমে নির্যাতন- ছাত্রলীগের কর্মসূচিতে যেতে হত দিনের পর দিন। পরীক্ষা থাকলেও কর্মসূচিতে অংশ নিতেই হত। আমাদের ব্যাচ ভাগ্যবান; আমরা সেই অনাচার, অন্যায়ের শিকার হইনি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র এমাদ উদ্দিন বলেন, গণরুমে ঠাসাঠাসি করে থাকার কথা সিনিয়রদের কাছে শুনেছি। ছোট্ট কক্ষে অনেক শিক্ষার্থীর একত্রে থাকার কষ্ট, পড়াশোনার পরিবেশ না থাকা; রাতভর গেস্টরুমে নির্যাতনের কারণে অনেকে অবর্ণনীয় কষ্টের শিকার হয়েছে।

তিনি বলেন, আমার সৌভাগ্য যে আমি এসব কঠিন অভিজ্ঞতার শিকার হইনি। আমি দ্রুত একটি বৈধ সিট পেয়েছি। এটি আমার জন্য সত্যিই এক ধরনের স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি এনে দিয়েছে। আমি যখন হলে উঠি, তখন আমার সহপাঠী ও সিনিয়রদের মধ্যে বন্ধুসুলভ মনোভাব পেয়েছি।

টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাজেকুজ্জামান জুয়েল বলেন, প্রথম বর্ষে সিট পাওয়া গত ছয়মাস আগেও আমাদের কাছে ছিল স্বপ্নের মতো; গণরুমের অমানবিক দিনগুলো-ই ছিল স্বাভাবিক। অবশ্য এই সুন্দর বাস্তবতার জন্য দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের, রক্ত দিতে হয়েছে অনেককে। ভবিষ্যতেও যেন প্রথম বর্ষে সিট বরাদ্দের নিশ্চয়তা বজায় থাকে সেই প্রত্যাশা রইল।

জানতে চাইলে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ স ম আলী রেজা  বলেন, হল প্রশাসন হলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে এজন্যই এটা সম্ভব হয়েছে। হলে এখন বহিরাগত শিক্ষার্থী নেই।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২