খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ছবি : সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরো বলেন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি দেশবাসীর প্রতি দোয়ার আহ্বানও জানিয়ে বলেন, দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। 

এর আগে আজ মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 

দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফি

খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করলেন সাকিব

খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন শহীদ জিয়াউর রহমানের পাশে

টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীর শোক, ১ দিনের সাধারণ ছুটি

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১০

জকসু নির্বাচন স্থগিত, বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

১১

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক

১২