ভোলার চরফ্যাশনে ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এআর সোহেব চৌধুরীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মাহবুব আলমের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যোহর নামাজ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় জনতা রোডে অবস্থিত আলহাজ্জ্ব আলাউদ্দিন হাজির আশ্রাফিয়া এসহাকিয়া হাফিজি মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও চরফ্যাশন থানা জামে মসজিদ,কেন্দ্রীয় খাস মহল জামে মসজিদে নামাজ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ মিলাদ মাহফিলে বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম ওলামা মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ব্যবসায়ী মাহবুব আলম তাঁর কর্মময় জীবনে একাধীক সামাজিক,রাজনৈতিক ও ব্যবসায়ীক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর এ মৃত্যু বার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলা ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকেও দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
তিনি মৃত্যুকালে স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য আত্মিয়ো স্বজন রেখে গেছেন। ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন