কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির আন্দোলন ও ব্লকেডের ডাক ছড়ালেও বাস্তবে তা কতটা কার্যকর হবে- তা নিয়ে সন্দেহ রয়েছে। তবুও আশঙ্কা এড়াতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, কেপিআইগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আরো বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই সবাই পুলিশকে সেটা জানান।
এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটি মহড়াও দেব।