প্রিয় মহামেডান প্রাঙ্গনে পিন্টুর রাজকীয় বিদায়; জানাজায় মানুষের ঢল

ছবি সংগৃহিত

মোহামেডান ক্লাব ছিল জাকারিয়া পিন্টুর প্রিয় প্রাঙ্গন। আজ মঙ্গলবার সকালে নিজের এই প্রিয় প্রাঙ্গনেই শেষবারের মতো এসেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু। তবে প্রাণশূন্য নিথর হয়ে। ক্রীড়াঙ্গনকে শোকে ভাসিয়ে সোমবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পিন্টু। মাঠের সতীর্থ থেকে শুরু করে ক্রীড়াঙ্গনে তার দীর্ঘদিনের চলার সাথীরা তাকে আজ শেষ ভালোবাসা ও বিদায় জানিয়েছেন।

তবে প্রাণশূন্য নিথর হয়ে। পিন্টুকে এদিন তার প্রিয় ক্লাব প্রাঙ্গনে শেষ নজর দেখতে এসেছিলেন ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিবর্গ। ঢাকা জেলা প্রশাসন এই বীর মুক্তিযোদ্ধাকে দিয়েছে রাষ্ট্রীয় গার্ড অফ অনার। কিংবদন্তী ফুটবলার মোহামেডান থেকে শেষ বিদায়টা হয়েছে রাজসিকই।

সোমবার (১৮ নভেম্বর) ক্রীড়াঙ্গনকে শোকে ভাসিয়ে  না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পিন্টু। মাঠের সতীর্থ থেকে শুরু করে ক্রীড়াঙ্গনে তার দীর্ঘদিনের চলার সাথীরা তাকে মঙ্গলবার শেষ ভালোবাসা ও বিদায় জানিয়েছেন।

সকাল ১০টায় মোহামেডান ক্লাবে পিন্টুর জানাজায় ছিল তার দীর্ঘদিনের সঙ্গীদের ঢল। জানাজায় তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। বেলা ১১টায় বাফুফে ভবনে পিন্টুর আরও একটি জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে পিন্টুর দিনের তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজিবী কবরস্থানে তাকে দাফন করা হবে

এর আগে সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় স্বাধীন বাংলা ফুটবল দল ও আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম অধিনায়ক পিন্টুর। সোমবার বিকেলে ধানমন্ডি মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

১৯৫৭ সালে ইস্ট এন্ড ক্লাবে ঢাকা প্রথম বিভাগ ফুটবলে অভিষেক পিন্টুর। পরের দুই বছর ঢাকা ওয়ান্ডারার্স। ১৯৬০ থেকে ৭৫ সাল মোহামেডানে খেলেছেন। খেলা ছাড়লেও আমৃত্যু মোহামেডানের সঙ্গেই ছিলেন তিনি। 

কখনো কোচের ভূমিকায়, কখনো ম্যানেজার, দলনেতা, ক্লাবের পরিচালক, স্থায়ী সদস্য। আজীবন মোহামেডানের সঙ্গে থাকা জাকারিয়া পিন্টুর স্মরণে ক্লাবের উদ্যোগ সম্পর্ক দুই পরিচালক মাহবুব আনাম ও গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা সামনে একটি স্মরণ/শোকসভা করব। সেখানে অনেক প্রস্তাবনা উঠে আসতে পারে। সেই ভিত্তিতে ক্লাবের পরিচালনা পর্ষদ পিন্টু ভাইয়ের স্মরণে আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১০

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

১১

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

১২