বিয়ে করলেন পাকিস্তানি অভিনেতা আহমেদ আলী

ছবি সংগৃহিত।

জীবনের নতুন ইনিংস শুরু করলেন পাকিস্তানের প্রখ্যাত অভিনেতা আহমেদ আলী। কনটেন্ট ক্রিয়েটর ও আইনজীবী মাহম বাতুলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

অনবদ্য অভিনয় ও ব্যক্তিত্বের জন্য দর্শকমহলে বিশেষভাবে পরিচিত এ অভিনেতা বিয়ের ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে। কনের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আমার হৃদয়, আমার জীবন, আমার শান্তি, আমার বাড়ি।’ আর সেই পোস্টেই শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।

আহমেদ আলী সবসময় তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে যাচ্ছেন। এ অবস্থায় তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়কে সাধুবাদ জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেতা। দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হলেও বরাবরই ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রেখেছেন তিনি। তবে বিয়ের পর কনের সঙ্গে ছবি পোস্ট করে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়েছেন এ তারকা অভিনেতা।

মাত্র তেরো বছর বয়সে পিটিভির ‘স্টপ ওয়াচ’ নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন ক্যারিয়ার শুরু হয় আহমেদ আলীর। পরে প্রায় দশ বছর ইসলামাবাদভিত্তিক একটি রক ব্যান্ড ‘নাফস’র হয়ে গান করেন। এরপর বন্ধুর পরামর্শে ওসমান খালিদ বাটের লেখা একটি নাটকে অভিনয়ে ফেরেন।

২০১৩ সালে ‘সিয়াহ’ সিনেমায় একটি অতিথি চরিত্রে অভিনয় করেন আহমেদ আলী। পরের বছর, অর্থাৎ ২০১৪ সালে ‘শেহর-ই-আজনবী’ নাটকে প্রধান অভিনেতা হিসেবে টেলিভিশন অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০১৮ সালে ‘পারচি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২