বিয়ে করলেন পাকিস্তানি অভিনেতা আহমেদ আলী

ছবি সংগৃহিত।

জীবনের নতুন ইনিংস শুরু করলেন পাকিস্তানের প্রখ্যাত অভিনেতা আহমেদ আলী। কনটেন্ট ক্রিয়েটর ও আইনজীবী মাহম বাতুলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

অনবদ্য অভিনয় ও ব্যক্তিত্বের জন্য দর্শকমহলে বিশেষভাবে পরিচিত এ অভিনেতা বিয়ের ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে। কনের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আমার হৃদয়, আমার জীবন, আমার শান্তি, আমার বাড়ি।’ আর সেই পোস্টেই শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।

আহমেদ আলী সবসময় তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে যাচ্ছেন। এ অবস্থায় তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়কে সাধুবাদ জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেতা। দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হলেও বরাবরই ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রেখেছেন তিনি। তবে বিয়ের পর কনের সঙ্গে ছবি পোস্ট করে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়েছেন এ তারকা অভিনেতা।

মাত্র তেরো বছর বয়সে পিটিভির ‘স্টপ ওয়াচ’ নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন ক্যারিয়ার শুরু হয় আহমেদ আলীর। পরে প্রায় দশ বছর ইসলামাবাদভিত্তিক একটি রক ব্যান্ড ‘নাফস’র হয়ে গান করেন। এরপর বন্ধুর পরামর্শে ওসমান খালিদ বাটের লেখা একটি নাটকে অভিনয়ে ফেরেন।

২০১৩ সালে ‘সিয়াহ’ সিনেমায় একটি অতিথি চরিত্রে অভিনয় করেন আহমেদ আলী। পরের বছর, অর্থাৎ ২০১৪ সালে ‘শেহর-ই-আজনবী’ নাটকে প্রধান অভিনেতা হিসেবে টেলিভিশন অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০১৮ সালে ‘পারচি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২