চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা।
অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।
তারা জানান, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে তারা অবরোধ করেন। এ কারণে জাতীয় প্রেসক্লাবের আশপাশের এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় এ পথের চলাচলকারীদের।