সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। রবিবার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এসময় তার সাথে ঝাড়ু হাতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারুন্যের উৎসব কর্মসূচির আওতায় শহরের মধ্যে উল্লাপাড়া উপজেলা ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে উপজেলা পরিষদ ও বাজারের ময়লা ও নদীর ঝোপঝাড় পরিষ্কার, বর্জ্য অপসারণ ও মশা নিধনে ওষুধ স্প্রে করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়েছে। এছাড়া এ কর্মসূচির আওতায় শহরের মধ্যে দিয়ে খনন করা নদী তীরের বর্জ্য অপসারণ, নদীতে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করা হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানা গেছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম মোগল, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সিনিয়র মৎস কর্মকর্তা আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন সহ অনেকে।