বলিউডের গায়িকা নেহা কক্করের ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার জন্ম দেয় তার একটি পোস্ট। দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেয়ার ঘোষণার পরই স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তার দাম্পত্যে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব জল্পনায় ইতি টানতে এবার স্পষ্ট ব্যাখ্যা দিলেন নেহা নিজেই।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সোমবার (১৯ জানুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা জানান, তিনি আপাতত কিছুটা বিরতি নিতে চান। একই সঙ্গে পাপারাজ্জিদের তাকে ছবি না তুলতে অনুরোধও করেন। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টগুলো মুছে ফেলেন তিনি। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় নানা আলোচনা অনেকে ধরে নেন, নেহা ও রোহনপ্রীতের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে।
এই জল্পনার প্রেক্ষিতে পরে আবার ইনস্টাগ্রাম স্টোরিতে বিস্তারিত বার্তা দেন নেহা। সেখানে তিনি লেখেন, দয়া করে আমার নির্দোষ স্বামী বা আমার পরিবারকে এই বিষয়ে জড়াবেন না। ওরাই আমার সবচেয়ে বড় শক্তি। আজ আমি যা কিছু, সবই তাদের সমর্থনের জন্য।
নেহা আরও জানান, তিনি আসলে কিছু ব্যক্তি ও একটি ‘সিস্টেম’-এর কারণে মনঃক্ষুণ্ন ছিলেন। তার কথায়, আমি বুঝতে পারছি, সোশ্যাল মিডিয়ায় আবেগী পোস্ট দিলে কীভাবে রাইকে পাহাড় বানানো হয়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলাম।
ভবিষ্যতে আর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না। ভক্তদের আশ্বস্ত করে নেহা লেখেন, চিন্তা করবেন না, আমি খুব শিগগিরই নতুন উদ্যমে ফিরব।
উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে হিয়ে হয় নেহার। ‘দিলবার’, ‘আঁখ মারেই’, ‘হাউলি হাউলি’, ‘মোরনি বানকে’সহ একের পর এক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন। বর্তমানে সংগীতভিত্তিক রিয়েলিটি শোতেও নিয়মিত বিচারকের ভূমিকায় দেখা যায় তাকে।