এনসিপি চায় চুয়াডাঙ্গা-১ আসন, জামায়াতের না

চুয়াডাঙ্গা-১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীই ১১ দলীয় জোটের অর্ন্তভুক্ত। এরা হলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব, একই দলের জেলা সহ-সভাপতি জহুরুল ইসলাম আজিজি, এবি পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও এবং এনসিপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মো: ফারুক এহসান।  ৫ আগষ্টের পর থেকে এ আসনে জামায়াত   মাসুদ পারভেজ রাসেলকে প্রার্থী ঘোষণা করে   গণসংযোগ শুরু  করে।  এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগার দলীয় জোটের প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ রাসেল ভোটের প্রচারনায় স্থান করে নিয়েছে।

এর পরই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাসানুজ্জামান সজিবের অবস্থান,তারপর এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন,এর পর জহুরুল ইসলাম আজিজি ও সর্বশেষ এনসিপির মোল্লা মো: ফারুক এহসানের অবস্থান।

মোল্লা মো: ফারুক এহসানের সর্বশেষ হওয়ার ব্যাপারে এ আসনের ভোটারদের অভিমত এনসিপি নতুন দল। এ দলকে সামনে এগিয়ে  নেওয়ার জন্য  উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে  অদ্যবধি  কোন কার্যক্রম  গড়ে  ওঠেনি।

চুয়াডাঙ্গা-১ এ আসনটি তিতুদহ, বেগমপুর, নবগঠিত গড়াইটুপি ও নেহালপুর বাদে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬টি এবং আলমডাঙ্গা উপজেলার ১৫টি সহ মোট ২১টি ইউনিয়ন, ২টি পৌরসভা ও ২টি থানা নিয়ে গঠিত। আসনটির বর্তমান ভোটার সংখ্যা  ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১জন ও মহিলা ভোটার২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন এবং হিজরা ৭ জন।

১৫টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার পদ্মবিলা ও মাখালডাঙ্গা ২টি ইউনিয়নে এনসিপির কমিটি আছে তবে কোন কার্যক্রম নেই।  জেলায় চুয়াডাঙ্গা  শহরে একটি অফিস আছে,তাও সেটা একজন ব্যক্তির নামে। এছাড়া টোটাল আসনে  এনসিপির ভোট করার মত  কোন কার্যক্রম চোখে পড়েনি।

এনসিপির  সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান টিটন বলেন, জুলাই বিপ্লব ২ বছরের অতিবাহিত হলেও ফারুক মোল্লা চুয়াডাঙ্গা বাসীর জন্য কিছু করেনি। চুয়াডাঙ্গা জেলায় ১০০ জনও  তাকে  চেনে না।

এনসিপি’র  মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব মোল্লা মো :  ফারুক এহসান বলেন, চুয়াডাঙ্গার মানুষের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কর্মসংস্থান ও চাকরি সৃষ্টি আমি নির্বাচিত হলে চুয়াডাঙ্গাতে যেন এক্সপোর্ট প্রসেসিং জোন তৈরি হয় সেই জন্যে কাজ করবো এছাড়াও মংলা সমুদ্রবন্দর এখন যেহেতু কাজে আসতেছে সেইজন্যে রফতানিমূখী শিল্প প্রতিষ্ঠান তৈরির জন্যে দেশে এবং বিদেশে প্রচারণা করব।

তিনি অবশ্য স্বীকার করেছেন,চুয়াডাঙ্গা-১ আসনে তার একটি অফিস আছে। জনবল ও কার্যক্র না থাকলেও তিনি জামায়াতের ওপর ভরসা করে নির্বাচন করতে চাচ্ছেন।

অপরদিকে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাসুদ পারভেজ রাসেলের

জনপ্রিয়তা এই আসনে তুঙ্গে বলে দাবি করছেন স্থানীয়রা। তাদের মতে, বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন পর সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় থাকায় আসন্ন নির্বাচন নিয়ে এলাকায় বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ হোসাইন টিপু জানান,এ আসনে ১৭৯টি ভোট কেন্দ্রের বিপরীতে  ভোটার কর্মী আছে  জামায়াতের ১৮হাজার ৯০০ জন।  এর বাইরেও জামায়াতের কর্মীরা ভোট সংগ্রহের কাজ করছেন।

নীলমণিগঞ্জ বাজারের ব্যবসায়ী ইসাহাক মালিক বলেন, “জোট প্রার্থী হিসেবে আমরা এডভোকেট মাসুদ পারভেজ রাসেলকেই চাই। মোল্লা ফারুকের এখানে কোনো জনপ্রিয়তা নেই। তাকে মনোনয়ন দিলে জোট প্রার্থীদের হার নিশ্চিত।”

আরেক ব্যবসায়ী কামরুল হাসান বলেন, “দীর্ঘ ১৭ বছর এই জনপদে আমরা দুর্ভোগ ও নির্যাতনের শিকার হয়েছি। সেই অবস্থা আর চাই না। এই আসনে ভোটে জয়লাভ করতে হলে জামায়াত মনোনীত প্রার্থীকেই জোটের প্রার্থী করা উচিত। মোল্লা ফারুক এহসানকে এখানকার মানুষ তেমন চেনেন না।তিনি বলেন,শেষ সময়ে এসে  বিকল্প চিন্তা না করাই ভালো।”

জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল জানান, যদি ১৯৯১ সালের মত নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ জুলুমতন্ত্র কায়েম করেছিল জুলাই বিপ্লবের পর সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নির্বাচনের জন্য এ অঞ্চলের মানুষ মুখিয়ে আছে সাধারণ মানুষের প্রত্যাশা কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এগুলো পূরণের জন্য নতুন ভোটাররা ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার অপেক্ষা করছেন।  যেখানে  যাচ্ছি সেখানে আমরা সাড়া পাচ্ছি।

সব মিলিয়ে, চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত, বিএনপি ছাড়াও ইলালামী আন্দোলন গণসংযোগ করলেও আমার বাংলাদেশ পার্টি ও এনসিপির নির্বাচনী  কার্যক্রম এখনো চোখে পড়েনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচনে ১৩ কেন্দ্রের ফলাফল প্রকাশ

দুদকের মামলায় গ্রেপ্তার জিয়াউল আহসান

বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে নতুবা পয়েন্ট হারাবে, বাংলাদেশকে আইসিসি

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭

বঙ্গোপসাগরে মাছ কমে জেলি ফিশ বেড়েছে, গভীর সমুদ্রে প্লাস্টিক দূষণ

পোস্টাল ভোটে নিবন্ধন ১৫ লাখ ৩৩ হাজার: অর্ধেকের বেশি প্রবাসী

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডে বাংলাদেশ: জামানত সর্বোচ্চ সাড়ে ১৮ লাখ টাকা

ভোটকেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন : হাসনাত আব্দুল্লাহ

জকসুর ভোট গণনা স্থগিত

পিএসএলে খেলবেন মুস্তাফিজুর রহমান

১০

শামা ওবায়েদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আ. লীগের ৪ নেতা বিএনপিতে

১১

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

১২