ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে গার্মেন্টসকর্মী দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় সংখ্যালঘু ঐক্যমোর্চার উদ্যোগে ২২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারাও অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর ভালুকায় সংঘটিত এই হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। ধর্ম অবমাননার নামে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিথ্যা অভিযোগে একজন নিরীহ শ্রমিককে হত্যা করা হয়েছে বলে তাঁদের অভিযোগ।
মানববন্ধন থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সংখ্যালঘুসহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংগঠনগুলোর নেতারা জানান, ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি বা গ্রেপ্তারের বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।