২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন মেসি

ছবি: সংগৃহীত ।

বিশ্বকাপে খেলবেন নাকি খেলবেন না—এই একটি প্রশ্নে আটকে ছিলেন লিওনেল মেসি। কয়েকবার ঘুরিয়ে-পেঁচিয়ে উত্তরও দিয়েছিলেন। সব উত্তরগুলোর ডিকোড করলে দাঁড়ায়, ‘বয়স হয়েছে, এবার ছেড়ে দিতে হবে।’ তবে আর্জেন্টিনা ভক্তদের দারুণ এক সুখবর দিয়েছেন মেসি।

মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির সঙ্গে সম্প্রতি ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মেসি। আগামী জুনে ৩৯ বছরে পা দিলেও এখনই অবসরের কথা ভাবছেন না তিনি।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আটবারের ব্যালন ডি’অরজয়ী বলেন, আগামী বছর নিজের শারীরিক অবস্থা মূল্যায়ন করে এরপরই সিদ্ধান্ত নেবেন তিনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না।

মেসি বলেন, ‘বিশ্বকাপে খেলা এক অসাধারণ বিষয় এবং আমি অবশ্যই সেখানে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি সেখানে থাকতে চাই, ভালো থাকতে চাই এবং যদি খেলি, তাহলে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। আগামী মৌসুমে ইন্টার মায়ামির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হলে প্রতিদিন নিজের ফিটনেস ও অবস্থা মূল্যায়ন করব। দেখব আমি শতভাগ দিতে পারি কি না, দলে অবদান রাখতে পারি কি না-তখনই সিদ্ধান্ত নেব।’

মেসি আরও বলেন, ‘আমি সত্যিই উচ্ছ্বসিত, কারণ এটা তো বিশ্বকাপ! আমরা আগেরবার শিরোপা জিতেছি, আর এবার মাঠে নেমে সেটি রক্ষা করার সুযোগ পাওয়া দারুণ বিষয়। জাতীয় দলের হয়ে খেলাটা সবসময়ই স্বপ্নের মতো।’

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় মেসির। এরপর প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) খেলে ২০২৩ সালে যোগ দেন ইন্টার মায়ামিতে। তার আগমনে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা নতুন করে বেড়েছে-বিশেষ করে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য পরবর্তী বিশ্বকাপের আগে এটি বড় প্রভাব ফেলেছে।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ক্লাব ও ব্যক্তিগত সাফল্য থাকলেও জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা ছিল না মেসির। অবশেষে ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে পূরণ করেন আজীবনের স্বপ্ন।

মেসি বলেন, ‘ওটা ছিল আমার জীবনের স্বপ্নপূরণ। সত্যি বলতে, সেটিই ছিল একমাত্র অর্জন যা আমার বাকি ছিল পেশাদার জীবনে। ব্যক্তিগত এবং ক্লাব পর্যায়ে আমি প্রায় সবকিছুই জিতেছিলাম বার্সেলোনার হয়ে। প্রতিটি খেলোয়াড়ের মতো আমারও স্বপ্ন ছিল একদিন বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।’

এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৫ ম্যাচে রেকর্ড ১১৪ গোল করেছেন মেসি। ২০২৬ বিশ্বকাপে খেললে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ অংশগ্রহণ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ

যশোরে বিএনপি নেতা হত্যা: খুনিদের পালানো রুখতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সতর্কতা

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা

সচিব হলেন ৩ কর্মকর্তা

দেশু জুটির ফেরা নিয়ে মুখ খুললেন শুভশ্রী

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ২৭৩

বাড়ল এলপিজির দাম

ভারতে বিশ্বকাপ দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কায় বিসিবি

কাওরানবাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

১০

বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ, বাদ পড়লেন যারা

১১

ব্রুকলিনের ‘কুখ্যাত’ কারাগারে প্রেসিডেন্ট মাদুরো

১২