করোনার নমুনা টেস্ট করতে প্রস্তুত যবিপ্রবি: উপাচার্য

ছবি সংগৃহীত।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন পূর্বের ন্যায় এবারও দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে করোনার নমুনা টেস্ট করতে প্রস্তুত রয়েছে যবিপ্রবি।

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা সিভিল সার্জন থেকে কিট সরবরাহ করলেই শুরু হবে নমুনা টেস্ট।

বুধবার ১৮ জুন সকাল ১১ টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ডা. এম. আর. মেডিকেল সেন্টারের উদ্যোগে আয়োজিত করোনা সংক্রমণ প্রতিরোধে “মাস্ক পরি” কর্মসূচির শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, সারাদেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে ইতোমধ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি। যবিপ্রবি করোনা ভাইরাস প্রতিরোধে সকল ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। 

বিশ্ববিদ্যালয়ের সকলে অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা, হাসি-কাশির সময় নাক মুখ ঢেকে রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলুন, তাহলে আমরা সুস্থ পরিবার, সমাজ তথা দেশ এই জাতিকে উপহার দিতে পারবো।

করোনার নমুনা টেস্ট বিষয়ে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, যবিপ্রবি করোনার নমুনা টেস্ট করতে প্রস্তুত রয়েছে। আমরা ইতোমধ্যে যশোর জেলার সিভিল সার্জনকে কীট সরবরাহের বিষয়ে অবগত করেছি। কীট সরবরাহ করলেই আমরা টেস্ট শুরু করতে পারবো।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কুরবান আলী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২