বিপ্লব পরবর্তী নিপীড়নের বিরুদ্ধে ‘গান মিছিল’ জবি শিক্ষার্থীদের

অবিলম্বে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির মতো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও জান-মালের নিরাপত্তা এবং নিপীড়নের বিরুদ্ধে গান মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি পুরো ক্যাম্পাস, পোগোজ স্কুল ও লক্ষীবাজার হয়ে আবার শান্ত চত্বরে এসে শেষ হয়।

মিছিলের সময়  ’মুক্তির মন্দিরও সোপান তলে’, ’কারার ঐ লৌহ কপাট’ ’আগুনের পরশমণি’, ’আবার তোরা মানুষ হ’ এসব গান ও কবিতা বলে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এছাড়া শিক্ষার্থীরা ’ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ’লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ’আমার বোন ধর্ষিত কেন, ইউনুস সরকার জবাব চাই,’ ’বাঁচার মতো বাঁচতে দাও, নইলে গদি ছাইড়া দাও’ এসব স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের  ইন্টেরিম সরকার নারীদেরকে নিরাপত্তা দিতে পারছে না। আমাদের কেন প্লাকাড হাতে মাইক হাতে এ ধরনের কথা বলতে হচ্ছে? ফ্যাসিস্ট সরকার পতনের পরও কেন নারীদের ক্ষমতায়নের কথা আমাদের বলতে হচ্ছে? বর্তমানে ছিনতাই বেড়েছে অনেকের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে যদি সরকার এসব দমন করতে না পারে তাহলে ক্ষমতা ছেড়ে দেয়া উচিত। আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়া এবং এই মেসেজটা দেয়া যেন তারা একটু হলেও আমাদের দিকে তাকান। যেন আমাদের নিজেদেরকে নিয়ে কথা বলতে না হয়, যেন তারা সচেতন হয়ে আমাদের পাশে দাঁড়ায়।

ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মৌ বলেন, “সারাদেশে ধর্ষণ, নিপীড়ন, ছিনতাইসহ নিরাপত্তাহীনতার যে অনিশ্চিত পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার যেই ন্যাক্কারজনক বক্তব্য, সেটার তীব্র প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে সকল বিচারের এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাবি জানাচ্ছি। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করছি।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, ’সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন ও মব সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এই গান মিছিল।মিছিলের উদ্দেশ্য সারাদেশে বিচার হীনতার যে সংস্কৃতি, এটা রুখে দেওয়া ও জানমালের নিরাপত্তার নিশ্চিত করা। ২৪ এ অভ্যুত্থানের পর অভ্যুত্থান পক্ষের সরকার আসলো, আমাদের আশা ছিল তারা নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু বর্তমানে আমার উল্টো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এই নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই’।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২