নিজে থেকে পদত্যাগের অভিপ্রায় নেই, তবে সরকার বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

ছবি সংগৃহীত ।

`সরকার যদি মনে করেন আমার কাজে ব্যত্যয় ঘটেছে। আমাকে যেতে বললে আমি চলে যাব বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরাব। তিনি বলেন, ‘সেখানে আমার নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার এখানে আকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।’

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন।

রাষ্ট্রীয় শোক পালনের দিনে মঙ্গলবার শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে। তারা সচিবালয়ে ঢুকে পড়েছিল। শিক্ষার্থীরা আপনার এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছেন। ইতিমধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। উপদেষ্টার বিষয়ে কী সিদ্ধান্ত- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে.....।’

যে অব্যস্থাপনা হয়েছে এরপর আপনার আর দায়িত্বে থাকা উচিত কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় রায় আপনারাই দিয়ে দিচ্ছেন। আমার এখানে দেওয়ার তেমন কিছু নেই। কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। সেটাই বোঝাতে চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি জড়িত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সে উত্তর আমি দিতে পারবো না। নিজে থেকে (পদত্যাগ) করার কোন অভিপ্রায় নেই। এখানে আমার কাজের কোন ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না।’

তিনি বলেন, ‘আমাকে নিয়ে কথা হয়েছে। তাও যদি মনে করা হয় এখানে ব্যত্যয় হয়েছিল। আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।’

পরীক্ষা পেছানোর বিষয়ে তিনি বলেন, ‘পরীক্ষা পেছানো সিদ্ধান্ত হুট করে নেওয়া যায়না। একক সিদ্ধান্তে হয় না । এজন্য দেরি হয়েছে। এজন্য গভীর রাতে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ দ্রুত সময়ে জানিয়ে দেওয়া হবে।’

শোক প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রের অংশ। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শোক জানানো হয়েছে। এজন্য আলাদা করে কিছু করার প্রয়োজন নেই।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত নির্বাচন নয় : ট্রাম্প

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

যশোরে আরেক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

এনসিপি চায় চুয়াডাঙ্গা-১ আসন, জামায়াতের না

জানুয়ারির ৪ দিনে রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় : জরিপ

১০

রিমান্ড বাতিল করে সুরভীর জামিন মঞ্জুর

১১

কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুমকি, বললেন কিউবাও পতনের মুখে

১২