উল্লাপাড়ায় ডা. সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত ।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লী চিকিৎসক ডা. সাইফুল ইসলাম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার গয়হাট্টা বাজারে এ মানববন্ধনের আয়োজন করে ডা. সাইফুল ইসলামের পরিবার ও আলিগ্রাম এলাকার সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে নিহত চিকিৎসকের স্বজন, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ডা. সাইফুলের হত্যাকারীদের ফাঁসি চাই "হত্যার বিচার চাই” ইত্যাদি স্লোগান লিখে বিক্ষোভ জানান।

সভায় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৯ এপ্রিল গভীর রাতে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন পল্লী চিকিৎসক ডা. সাইফুল ইসলাম। তিনি ছিলেন এলাকার দরিদ্র মানুষের পরম বন্ধু, নিবেদিতপ্রাণ সমাজসেবক ও মানবতার চিকিৎসক। কিন্তু দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও তাঁর হত্যাকারীরা আজও আইনের আওতায় আসেনি।

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে হত্যাকাণ্ডের তদন্ত বারবার ধামাচাপা দেওয়া হয়েছে। তাঁরা বলেন, এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে সমাজে দুষ্কৃতিকারীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

তাঁরা আরও বলেন, ডা. সাইফুল ইসলামের মতো সমাজসেবকদের হত্যা করে কেউ রেহাই পাবে না এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন , উল্লাপাড়া  উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ,   শহীদ সাইফুল ইসলামের ভাই আলহাজ্ব শফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক আরিফুল ইসলাম আরিফ , পূর্নীমাগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইমদাদুল হক শাহারুল, বড় পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইব্রাহিম খলিল , ছোট ছেলে ইলিয়াস সুলতান রাসু, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াসাদ করিম নয়ন, আলিগ্রামের বিশিষ্ট আলেম আবু সাইদ, মাওলানা আব্দুল মুত্তালিব, ফরহাদ আলি মেম্বার, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা প্রয়াত চিকিৎসকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২