২০২৫ সালের সরকারি হজ প্যাকেজে বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ কম লাগায় ৪ হাজার ৯৭৮ জন হাজী ৮ কোটি ৯০ হাজার টাকা ফেরত পাচ্ছেন। এ অব্যয়িত অর্থ যেভাবে পাবেন হাজীরা তা জানালো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মন্ত্রণালয়।
এ অব্যয়িত অর্থ যেভাবে পাবেন হাজীরা তা জানালো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সনের সরকারি হজ প্যাকেজের অব্যয়িত অর্থ EFT/BEFTN এর মাধ্যমে হাজীদের ব্যাংক একাউন্টে ফেরত প্রদান করা হচ্ছে। এ টাকা পেতে আপনার ব্যাংক একাউন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ড, নগদ বা বিকাশের কোন তথ্য কাউকে দিবেন না।