সিরাজগঞ্জে ১১ পদাতিক ডিভিশন নিয়োজিত আর্মি ইউনিট এবং ফিল্ড এম্বুলেন্স কর্তৃক আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
সোমবার কাজীপুরের স্বনামধন্য মনসুর আলী কলেজে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পেইনে নাক চোখ গলা, গাইনি, শৈল এবং মেডিসিন বিশেষজ্ঞ সেনাবাহিনী ডাক্তারগণ সাধারণ দুঃস্থ দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করেন। এতে প্রায় ১৪৯৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
গত ২৫ মে থেকে এই মেডিকেল ক্যাম্পেইনের প্রস্তুতি গ্রহণ করে সিরাজগঞ্জে নিয়োজিত আর্মি ক্যাম্প।
এ বিষয়ে অধিনায়ক বলেন, সিরাজগঞ্জের প্রত্যেকটি উপজেলাতে ভবিষ্যতে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
এতে সিরাজগঞ্জের সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর কার্যক্রম ওতপ্রত ভাবে জড়িত।
গত বছর জুলাই মাস থেকে অদ্যাবধি সিরাজগঞ্জে ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনী ক্যাম্প জেলা প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় নিয়োজিত রয়েছে।