বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “অভিজ্ঞতা কাজ করতে করতেই অর্জিত হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যদি সঠিক পথে পরিচালনা করা যায় এবং তাদের মনোভাব ইতিবাচক থাকে, তবে তারা দায়িত্ব পালনে শতভাগ সফল হবেন।” তবে দায়িত্ব পালনে কোনো ধরনের বিচ্যুতি বা অবহেলা দেখা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
নির্বাচন প্রক্রিয়ার বর্তমান অবস্থা তুলে ধরে তিনি জানান, রিটার্নিং অফিসাররা ইতোমধ্যে মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ সম্পন্ন করেছেন। এই প্রক্রিয়ায় যারা সংক্ষুব্ধ হয়েছেন, তারা আইন অনুযায়ী আপিল করছেন এবং নির্বাচন কমিশন (ইসি) সেগুলো নিষ্পত্তি করছে।
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে সচিব বলেন, “পক্ষপাতিত্বের অভিযোগ নতুন কিছু নয়, এটি আগেও ছিল। কেউ সংক্ষুব্ধ হলে এমন অভিযোগ করতে পারেন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে কেউ সন্তুষ্ট না হলে নির্বাচন কমিশনে আপিল করার আইনি সুযোগ রয়েছে।”
প্রশাসনে রদবদলের সম্ভাবনা নিয়ে ড. শেখ আব্দুর রশীদ স্পষ্ট করেন যে, সরকারের পক্ষ থেকে বর্তমানে বড় কোনো রদবদলের পরিকল্পনা নেই। তবে নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো রদবদল বা বিশেষ ব্যবস্থার প্রয়োজন মনে করে, তবে সরকার সে অনুযায়ী পদক্ষেপ নেবে।
পরিশেষে তিনি বলেন, মাঠ প্রশাসনের কোনো পর্যায়ে ত্রুটি থাকলে তা সংশোধনের চেষ্টা করা হবে যাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা যায়।