২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস সই করা বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রিকায় মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
যেসব শিক্ষার্থী ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনই এই বিশ্ববিদ্যালয়ের আবেদন হিসেবে বিবেচিত হবে।
তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তাদের আবেদন ফি ফেরত দেয়া হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইন ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফি জমা দেয়া যাবে।
পরীক্ষাগুলো রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের ওয়েবসাইট ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।