আ. লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে জনতার ঢল

ছবি সংগৃহিত।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিন্টো রোডে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) দুপুরে মিন্টো রোডের ফোয়ারার সামনে নির্মিত মঞ্চের পেছনে জুমার নামাজ আদায় করেন আন্দোলনকারীরা। নামাজ শেষে সেখানেই শুরু হয় দাবির পক্ষে সমাবেশ। এছাড়াও জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ নিষিদ্ধে নির্মিত মঞ্চের দিকে আসতে শুরু করেন। নানান স্লোগানে আন্দোলনকারীরা আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবী জানান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে রাজধানীর সড়ক গুলোতে মানুষের ঢল লক্ষ করা গেছে। স্লোগানে স্লোগানে মানুষ আওয়ামীলীগ নিষিদ্ধের দাবী জানান। রাজধারীর মিন্টো রোডে নির্মিত মঞ্চের দিকে আন্দোলনকারীরা আসতে শুরু করেন। নামাজের পর এ এলাকায় আন্দোলনকারীদের ভিড় দেখা গেছে। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা নানান স্লোগানে সমাবেশস্থলে এসে উপস্থিত হচ্ছেন। আর এখনো অসংখ্য মানুষ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামীলীগ নিষিদ্ধ চেয়ে বিক্ষোভ করছেন। 

সমাবেশে আসা মানুষ বলছেন, আওয়ামীলীগ একটি গণহত্যাকারী দল। তারা নির্বিচারে মানুষ মেরেছে। ধ্বংস করেছে গণতন্ত্র। তাদের দুঃশাসনের সময় মানুষ অতিষ্ঠ ছিলো। সার্বিক দিক বিবেচনা করে আমরা আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবী জানাচ্ছি। আমাদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ করে যাবো। 

মিছিল ও বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তৎপরতা দেখা গেছে। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সেখান থেকেই আজ জুমার নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশের মিন্টুরোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১০

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

১১

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

১২