৯১ রানে অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিল বাংলাদেশের মেয়েরা

মাত্র ৯১ রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। তবে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।

নেপালের বিপক্ষে জয় দিয়েই অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের খুব কাছে যায় টাইগ্রেসরা। তবে অল্পের জন্য পারজয় বরণ করতে হয় সুমাইয়া আক্তারদের। কিন্তু মাত্র ৯১ রানের সংগ্রহ নিয়েও অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। যদিও শেষ পর্যন্ত ২ উইকেটে হারে তারা। 

সোমবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলমান বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তুলেছিল ৯ উইকেটে ৯১। তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া জয়ে পৌঁছায় ৮ উইকেট হারিয়ে ও মাত্র ৪ বল বাকি থাকতে।

টস হেরে ব্যাট করতে নেমে ব্যটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুজন ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। সাতে নামা আফিয়া আসিমার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৯ রান। ৩৪ বলে ২ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। আর ওপেনার সুমাইয়া আক্তার ১৩ বলে করেন ১৩ রান।  

রান তাড়ায় নেমে প্রথম ৩ ওভারেই ২৬ রান তুলে ফেলেন দুই অজি ওপেনার ক্যাট পেল ও ইনেস ম্যাকিওন। ১৪ রান করে ম্যাকিওন আউট হলে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে ওই ১ উইকেটেই ৫০ পেরিয়ে যায় তারা। এরপর আঘাত হানেন জান্নাতুল মাওয়া। তিনি বিদায় করেন পেলকে (১৮ বলে ১৬ রান)।  

৫০ থেকে ৬৭- এই ১৭ রানের মধ্যে ৫ উইকেট উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে পথে রাখেন এলা ব্রিসকো। সাতে নামা এই ব্যাটার বিদায় নিলে ৮৬ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে ৪ রান ছিল বাংলাদেশের ঝুলিতে। যা শেষ পর্যন্ত যথেষ্ট প্রমাণিত হয়নি। বল হাতে মাওয়া ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

ডি’ গ্রুপে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছিল সুমাইয়া আক্তারের দল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২