পয়েন্টের প্রত্যাশা নিয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত।

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ফিরতি লড়াই। এশিয়ান কাপ রেসে অনেকটা পিছিয়ে পড়লেও অংকের হিসাবে আশা আছে।

জয়ের বিকল্প নেই হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের। পূর্ণ পয়েন্টের সর্বোচ্চ চেষ্টা করবে দল জানিয়েছেন জামাল ভুঁইয়া। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

সংবাদ সম্মেলনে সবাই অপেক্ষায়, দেখা নেই বাংলাদেশ হেড কোচ ও অধিনায়কের। ২০ মিনিট পর এসে তাদের দুঃখ প্রকাশ। হোম ম্যাচে কাবরেরার কৌশল ও একাদশ নিয়ে সমালোচনার শেষ নেই। তবুও নিজের অবস্থানে অনড় স্প্যানিয়ার্ড। 

ডু অর ডাই ম্যাচে আক্রমণে শক্তি বাড়াতে পারেন, বদলে যেতে পারে প্রথম একাদশ। অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখ পূর্ণ পয়েন্টে।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া বলেন, আমরা খেলতে চাই। গত ম্যাচে আমাদের শেষটা খারাপ ছিল, তবে আমরা সঠিক পথে আছি।

সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে গোলরক্ষক মিতুল মারমার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলেও, কোচের কাছে তিনিই সেরা। জিকোর অভাব দেখছেন না হাভিয়ের কাবরেরা।

বাংলাদেশ হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, আমার কাছে মিতুলের পারফরম্যান্স ছিল টপ লেভেলের। সে তার ধারাবাহিকতা ধরে রেখেছে। আমি কারো অভাব বোধ করছি না।

প্রথম দু’দিন অনুশীলনের নানা ঝামেলা কাটিয়ে প্রথমবার ম্যাচ ভেন্যুতে বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দল অবাক করেছে হংকংকে। 

দাপুটে পারফরম্যান্সে মুগ্ধতার সঙ্গে সতর্কও প্রতিপক্ষ কোচ। লেস্টার তারকা হামজা চৌধুরীর মান ভালো করেই জানা ইংলিশ বসের।

হংকংয়ের হেড কোচ অ্যাশলে ওয়েস্টউড বলেন, এই গ্রুপের সব দলই কঠিন। হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশকে আরও শক্তিশালী করেছে। সে টপ লেভেলের ফুটবলার। তাই আমাদের জয়ের জন্য সেরাটাই দিতে হবে।

হংকংয়ের ফুটবলার ম্যাথু ওর বলেন, দক্ষিণ এশিয়ার কোনো দল এতো আগ্রাসী ফুটবল খেলে আমাদের জানা ছিলো না। 

আমি সত্যিই অবাক হয়েছি তাদের খেলা দেখে। তারা যে আমাদের চেয়ে রাঙ্কিংয়ে পিছিয়ে আছে, তাদের খেলায় সেটা প্রকাশ পায় না।

বদলি নেমে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রাফায়েল মার্কিস। ঘরের মাঠে তাকে দেখা যাবে প্রথম একাদশে। আর ইনজুরিতে খেলা হচ্ছে না অভিজ্ঞ গোলরক্ষক ইয়াপ হুঙ্গ ফাইয়ের।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২