ভারতকে রুখে দিল বাংলাদেশ

ফুটসালে দুই দলেরই অভিজ্ঞতার ঝুলি খুব ভারী নয়। তাই শুরু থেকেই লড়াইটা জমে ওঠে দারুণভাবে। কখনো বাংলাদেশ এগিয়ে যায়, কখনো সমতায় ফেরে ভারত। শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জয়ী হতে পারেনি কেউই।

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪–৪ গোলে ড্র করেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে দুই অর্ধে (প্রতি অর্ধ ২০ মিনিট) অনুষ্ঠিত ম্যাচে দুই দলই চারটি করে গোল করে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান ও মঈন আহমেদ।

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার, প্রতিপক্ষ মালদ্বীপ।

প্রথমার্ধের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। শেষদিকে একের পর এক গোলের দেখা মেলে। রাহবার খানের দারুণ পাস থেকে ডান প্রান্ত দিয়ে কোনাকুনি শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মঈন আহমেদ। তবে খুব দ্রুতই ভারতের আনমোল অধিকারী গোল করে সমতায় ফেরান দলকে।

বিরতির ঠিক আগে আরও দুই গোল যোগ হয়। এবার মঈনের পাস থেকেই লক্ষ্যভেদ করেন রাহবার খান। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভারতের লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে গেলে আবার সমতায় ফেরে ভারত।

দ্বিতীয়ার্ধেও সমানতালে চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। লালরিনজুয়ালার শট বুক দিয়ে ঠেলে জালে পাঠিয়ে ভারতকে এগিয়ে দেন রোলুয়াপুইয়া। তবে বাংলাদেশের জবাবও আসে দ্রুত। দূরূহ কোণ থেকে মঈন আহমেদের দুর্দান্ত শটে আবারও সমতায় ফেরে লাল-সবুজরা।

এরপর গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এসে ভুল করেন বাংলাদেশের গোলকিপার। সুযোগ কাজে লাগিয়ে সতীর্থের পাস থেকে ফাঁকা জালে বল ঠেলে দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রোলুয়াপুইয়া। এতে আবারও এগিয়ে যায় ভারত।

ম্যাচের শেষদিকে নাটকীয়তার চূড়ান্ত মুহূর্ত আসে। ভারতের আনমোল বলের নিয়ন্ত্রণ হারালে সুযোগ পান বাংলাদেশের অধিনায়ক রাহবার খান। দ্রুত বল আয়ত্তে নিয়ে নিখুঁত শটে জাল কাঁপিয়ে ৪–৪ সমতায় ফেরান দলকে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে রোমাঞ্চকর এই ড্র দিয়েই সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ, যা নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়াবে পরের ম্যাচগুলোর জন্য।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীতে দেশটা কীভাবে চলবে, তার জন্য গণভোট: আলী রীয়াজ

শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ভারতকে রুখে দিল বাংলাদেশ

সাকরাইন উৎসবে মেতেছে পুরান ঢাকা

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে এসেছে: পররাষ্ট্র উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে নিহত বিএনপি নেতার জানাযা সম্পন্ন

সিরাজগঞ্জের কাজিপুরে অপরিকল্পিত মিনি স্টেডিয়াম,কোটি টাকা জলে

বাংলাদেশে ‘অন অ্যারাইভাল ভিসা’ আপাতত বন্ধ ঘোষণা

বৃহস্পতিবার আবারও ৩ মোড়ে কর্মসূচির ঘোষনা

১০

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

১১

বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা

১২