আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশই হলো বাংলাদেশ

ছবি : সংগৃহীত।

সিরিজটা আগেই খুইয়ে বসেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দলের লক্ষ্য ছিল একটা জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানো, সঙ্গে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের জন্যও মূল্যবান কিছু পয়েন্ট তুলে নেওয়া। কিন্তু কোনো লক্ষ্যই শেষমেশ পূরণ করা হলো না। বাংলাদেশ আফগানিস্তানের কাছে তৃতীয় ওয়ানডেতেও হারল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টাইগারদের ২০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ধবলধোলাইয়ের লজ্জা দিল আফগানরা।

প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়ে বসেছিল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে শান্ত-সাইফদের লক্ষ্য ছিল অন্তত একটি জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানো এবং র‍্যাঙ্কিংয়ের জন্য কিছু পয়েন্ট অর্জন করা। কিন্তু কোনো লক্ষ্যই পূরণ হলো না। আফগানদের কাছে শেষ ম্যাচে টাইগাররা গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।

আবুধাবিতে শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে বাংলাদেশের ইনিংস মাত্র ২৭ ওভারে ৯৩ রানেই শেষ হয়ে যায়। ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্র পুরো সিরিজ জুড়েই যেমন ছিল, শেষ ম্যাচেও এর ব্যতিক্রম হলো না। 

নাঈম শেখ কিছুটা সতর্কভাবে শুরু করলেও মাত্র ৭ রানে সাজঘরে ফেরে যান। এরপরই নাজমুল হোসেন শান্ত (৩) ও তাওহিদ হৃদয় (৭) দ্রুত সাজঘরে ফেরেন।

একপ্রান্তে টিকে ছিলেন ওপেনার সাইফ হাসান। কিন্তু দলের শেষ আশার প্রদীপ হয়ে থাকা সাইফও রশিদ খানের গুগলিতে বোল্ড হয়ে ফেরেন ৫৪ বলে ৪৩ রান করে। সাইফের বিদায়ের পর দ্রুতই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। 

৭০ রানে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (০) ও শামীম হোসেন (১) একই স্কোরে পরপর দুই বলে আউট হন।

রশিদ খান বল হাতে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সাইফ ছাড়াও তিনি হৃদয় ও নুরুল হাসানকে (২) আউট করেন। ১১ উইকেট নিয়ে সিরিজে তিনি আফগানিস্তানের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন। শেষদিকে টেলএন্ডাররাও ব্যর্থ হলে বাংলাদেশ মাত্র ৯৩ রানে অলআউট হয়। আফগান বোলার বিলাল সামি একাই নেন ৫ উইকেট।

এর আগে আফগানিস্তানের ইনিংসে ওপেনার ইব্রাহিম জাদরান সেঞ্চুরির কাছে গিয়েও ৯৫ রানে থামেন। মোহাম্মদ নবীর ৩৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস আফগানিস্তানকে ২৯৩ রানের বড় সংগ্রহ এনে দিতে সাহায্য করে। বাংলাদেশের পক্ষে সাইফ হাসান ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।

তৃতীয় ওয়ানডেতে দারুণ বোলিং করে ৫ উইকেট নেয়ায় আফগান বোলার বিলাল সামি ম্যাচসেরার পুরস্কার জেতেন। অন্যদিকে, তিন ম্যাচে ২১৩ রান সংগ্রহ করে সিরিজসেরার পুরস্কার পান তার স্বদেশি ব্যাটার ইব্রাহিম জাদরান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২