এবার চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত। ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে দুই দল। পরদিনই পাকিস্তানে চলে যাবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এর আগে দেশে চার-পাঁচদিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। বিপিএল চলায় সব ক্রিকেটাররা ছিলেন খেলার ওপর। তাই জোর দিয়ে এই মুহূর্তে অনুশীলন করবে না দল। তবে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করছে বিসিবি। ১৪ ফেব্রুয়ারি দল দুবাই পৌঁছবে। পরের দিন দুবাইতেই বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।