দেশের একাডেমিক গবেষণা ও ল্যাবরেটরি প্রশিক্ষণ কার্যক্রমে গুণগত উন্নয়ন আনতে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম) এবং হিউম্যান জেনেটিক্স রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (এইচজিআরটিসি)-এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে বিএসএম-এর সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ মনজুরুল করিম এবং এইচজিআরটিসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের জনস্বাস্থ্য, মলিকুলার ডায়াগনসিস, গবেষণা এবং বৈজ্ঞানিক দক্ষতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
চুক্তির আওতায় প্রতিবছর তরুণ গবেষক, চিকিৎসক ও বিজ্ঞানীদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। এর মাধ্যমে দেশের গবেষণা কার্যক্রমকে আরও আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই সহযোগিতা বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞান, উদ্ভাবন, স্বাস্থ্যসেবা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।