রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনো অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় নির্বাচন, সীমান্তের কিছু বিষয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক বা অন্য কোন হত্যাকাণ্ড হোক, সবই আইনের আওতায় আসবে।
অবৈধ অস্ত্র নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র কত তাড়াতাড়ি উদ্ধার করা যায় সেই চেষ্টা চলছে। রাউজানে অপারেশন করে অস্ত্র উদ্ধার করেছি।