চাদপুরের মেঘনা নদীতে একটি মালবাহী যাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে কোষ্টগার্ড।
আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-পুলিশ সুপার।
নৌ-পুলিশ সুপার জানান, মালবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো জাহাজটি। প্রাথমিক ভাবে ডাকাতির সন্দেহ করছে নৌ-পুলিশ।
এরই মধ্যে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ ও কোষ্টগার্ড।
জাহাজটির নাম “এমভি আল-বাখেরা”। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্থানীয়রা।