“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিরাজগঞ্জের উল্লাপাড়ায়ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল থেকেই উপজেলা চত্বরে জমে ওঠে সমবায়ী সদস্য ও স্থানীয় জনগণের প্রাণবন্ত উপস্থিতি।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা রিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করছে। সমবায়ের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন, আত্মনির্ভরতা ও সামাজিক সাম্যের ভিত্তি গঠন করা। বক্তারা আরও বলেন, সমবায় শুধুমাত্র অর্থনৈতিক উদ্যোগ নয়, বরং এটি পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সম্মিলিত উন্নয়নের এক শক্তিশালী প্ল্যাটফর্ম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “সমবায়ের মূল দর্শন হলো সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়া। সমাজের প্রতিটি মানুষ যদি সমবায়ী চেতনায় উদ্বুদ্ধ হয়, তবে দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন অর্জন সম্ভব।”